ইচ্ছের সমাধি ( শুরু )
414
বার পঠিতঅন্ধকার, গাড় অন্ধকার এ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকার মাঝে জান্তব এক সুখের সন্ধানে থাকে কিছু মানুষ! অর্ক সেইদলের একজন! কোন এক অজানা অভিমানে বা কিসের টানে ছুটে চলতে শুরু করছে অন্ধকার এর পিছনে টা নিজেও হয়তো জানে না! বা জানলেও কাওকে জানতে দিতে চায় না। চায় না কেও বিরক্ত করুক! ভুলে যাক সবাই! প্রচণ্ড বিরক্ততা চারপাশে দুর্বোধ এক বেড়াজাল এ বন্দী করে রাখে তাকে! কিছু হইলেই! কি দরকার! কি দরকার একটা ভাব!
নিজেকে চারদেয়াল এর মাঝে বেধে ফেলে অপেক্ষাই শুধু এখন! অনিকেত প্রান্তর পাড়ি দেবার অপেক্ষা! ইচ্ছের সমাধির গুলোর উপর শেষ এফিটাফ এর তুলির আচর দিবার অপেক্ষা! মাঝে মাঝেই তীব্র হতাশার আর জান্তব এক ব্যথায় প্রচণ্ড কষ্টতে প্রতিটি সেকেন্ড এর অপেক্ষায় থাকতে হয় মুক্তির আশায়! প্রচণ্ড না বলা কষ্ট গুলো কে ইন্সট্রুমেন্ট গুলোর মাঝে বিলিয়ে দিবার ব্যর্থ প্রচেষ্টায় রাত গুলো শেষ হয় কিছু ব্ল্যাক মেটাল এর উন্মাদনায়! মাঝে মাঝেই এমন কিছু রাত এর সম্মুখীন হতে হয় যখন মনে হয় এই রাতই হয়তো শেষ রাত! এর পরের সকাল এর সূর্য দেখার মত মন্দ কপাল নিয়ে জন্মায় নি অর্ক! এই মেনে নিয়েই নির্ঘুম রাত গুলো কে সঙ্গী করে একা একা বাকি সময় টুকু কাটাতে হবে যখন তখন এই নিস্তব্ধ রাত এর ভালো সঙ্গী কেই বা হতে পারে আর? আর এদের সাথে সঙ্গ দিতে যদি সোনালি পাতাও সঙ্গী হতে চায় কে দিবে বাধা! আর অর্ক সে তো আর সবার মতই ছিলো তাই সেও পারে নি বাধা দিতে! অনিয়ন্ত্রিত বাধাধরা জীবন তাই যাচ্ছে চলে সময় এর সাথে সাথে শেষ এর অপেক্ষায়!!
( শুরু তো হলো কিন্তু এর পর যে কি হবে বা আসলেও কিছু হবে কিনা কে জানে! দেখা যাক! আর প্রচুর বানান ভুল এর জন্য দুঃখিত )
মাশিয়াত খান বলছেনঃ
@-) o:-)
জোকার ফ্রম হেল বলছেনঃ will metformin help me lose weight fast
zithromax azithromycin 250 mg~x( কিছুই বুঝলাম না তো :\
অংকুর বলছেনঃ
“বিরক্ততা” বলতে কি কোন শব্দ আছে ? গল্পটা সুন্দর হয়েছে :-bd
জোকার ফ্রম হেল বলছেনঃ
কি জানি!
নেই হয়তো! আবার আছে হয়তো B-)
স্পীকার বলছেনঃ
মনে হয় নাই ~x( ~x( ~x(
দুরন্ত জয় বলছেনঃ
চলুক তবে, অর্কে বিষন্নতার গল্প সাথে সোনালিপাতা…… walgreens pharmacy technician application online
স্পীকার বলছেনঃ
একটু বেশিই ছোট হয়ে গেল না ? (:| (:| (:|
জোকার ফ্রম হেল বলছেনঃ
side effects of drinking alcohol on accutaneএকেবারেই শুরু বলা যেতে পারে! ভুমিকা টাইপ হয়তো কিছু!
কোন নিয়ম নীতি ছোট বড় এর মধ্যে দিয়েই যেতে চাচ্ছি না! শুধু যা হচ্ছে লিখে যেতে চাচ্ছি।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আর খুঁজে পাই না কেন আপনাকে? :-??
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
zovirax vs. valtrex vs. famvirঅপূর্ণতার যন্ত্রণাটা বাড়িয়ে দিলেন…
:-:D:D<