অনাব্যক্ত প্রেম
322
বার পঠিত:এক টাকা হবে প্লিজ?
:কি?
:নাভিনা,দশ টাকা ফ্লেক্সি দেয়না। তাই একটাকা বেশি দিতে হয়।
:আমাকে দেখে কি হাতেম তাই মনে হয়?
:জ্বীনা,একটাকা দিতে হাতেমতাই হওয়া লাগেনা।
:এই নেও ফকির,আর কখনো কল দেবেনা।আমি ফকিরের সাথে কথা বলবনা। buy kamagra oral jelly paypal uk
(রাত ১০ টা)
: হ্যালো,নাভিনা!
:নাভিনা মারা গেছে।
:হ্যাঁ জানিতো।চল্লিশার খবর নিতে ফোন দিলাম।
:শয়তান,সারাদিন ফোন দেওনাই কেন?
:বলছিলানা,ফকিরেরে সাথে কথা বলবানা,তাই ফোন দেইনি।
:তো এখন বুঝি বড়লোক হয়ে গেছ?
:ফোন দিয়ে কথা বলার মতো বড়লোক হইছি।
:মানে কি ?
:সন্ধায় টিউশনির টাকাটা পাইলাম,তাই ফোন দিলাম।
:তো বল,কি বলবা?
:বলবনা,ঐ যে ঐদিন কি বলতে চাইলা যে।
: কিছুনা।
:ধুর মেয়ে বলতো!
:এত ভাব নিয়ে চল কেন ?
:কই ভাব নেইনা তো। আমি এমনিতেই ঐরকম।
: হুমম।ডুবে ডুবে নাকি জ্বল খাচ্ছ ?
:ও আগে খাইতাম,এখন খাইনা।
:মানে কি আগে প্রেম করতা,আর এখন ছ্যাকা খাইছ ?
:আসলে সেরকমনা ব্যাপারটা।এখন ডুবে ডুবে জ্বল খাইনা।নাভিনার সঙ্গেই জল খাই !
:শয়তান,তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি?
:জ্বানিনা।বাদ দেও,পড়ালেখার খবর কি?.,
………….
এটাই আমার ডেইলি রুটিন।সকাল বেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ক্যাম্পাস যাওয়া।সারাদিন ক্লাস,ক্লাসফাকে নাভিনার সাথে এদিকওদিক ঘোরা,পকেটে টাকা সত্তেও নাভিনার কাছে এক টাকা ধার নেয়া।
আর রাতের বেলা ১০ টাকায় ৪০ মিনিট শেষ করা।
আচ্ছা আমরা কি শুধুই বন্ধু?
বন্ধুরা তো তুই করে বলে আর নাভিনা তুমি করে বলে।নোট ফটোষ্টাট থেকে ক্যাম্পাসের প্রত্যেকটা কাজে নাভিনার মত সুন্দরী আমার মত আনকোরা ছেলের সাথে কেন ঘুড়বে?
তারমানে ও কি আমাকে ভালবাসে?
কি জানি?
আমার নির্লজ্জের মত প্রত্যেকদিনের প্রপোজগুলোতো ও পাগলকরা হাসি দিয়ে আর শয়তান বলে উড়িয়ে দেয়!আর ঐ হাসিতে আমি আরও একবার প্রেমে পড়ি।
ও কি একবার সিরিয়াসলি ভাবেনি।ওকে যে আমার খুব ভাল লাগে।ওর জন্য বন্ধের দিনও ক্লাস করতে ইচ্ছা করে।
আমি কিভাবে বললে ও বুঝবে ?
নাকি শত ক্যাম্পাসের সহস্র ক্লাসমেটের অনাব্যক্ত প্রেম বন্ধুত্বের ঘোমটায় ঢাকা থাকবে ??
দুরন্ত জয় বলছেনঃ
হাহা আমি এমন করি আমার এক বন্ধুর সাথে , তবে সেটা ভালবাসা নয়। ও আমার ভাল একজন বন্ধু। এই। ওকে লিখাটা পড়ালে ভাববে আমার লিখা হাহাহাহা । । । মিলে গেল যে।
কিন্তু ভাই নাভিনা আপনাকে বন্ধু হিসেবে দেখতে পারে বুঝলেন কি? তবুও বলব মনের কথা সিরিয়াস ভাবেই বলুন।
মাশিয়াত খান বলছেনঃ
metformin gliclazide sitagliptinসহমত
মুদ্রা আতিক বলছেনঃ
ভাই প্রত্যেক সার্কেলে এরকম দুই একটা থাকেই। নাভিনা কেউ না,সবার চরিত্র এর উপস্থাপক নাভিনা।
উল্লেখ্য,আমার সেরকম কোন বন্ধু নাই!
আমার আশেপাশের একদল কে এইটা লিখছিলাম।
দুরন্ত জয় বলছেনঃ
বুঝিলুম না!! half a viagra didnt work
মুদ্রা আতিক বলছেনঃ
metformin tablet:O
স্পীকার বলছেনঃ
ভালো লেগেছে ভাই :-bd :-bd :-bd
মুদ্রা আতিক বলছেনঃ