Titanic কি আসলেই ডুবেছিল ?
564 venta de cialis en lima peru
বার পঠিত metformin synthesis wikipediaআরএমএস টাইটানিক, এই পৃথিবীর ইতিহাসে অন্যতম বিখ্যাত একটি জাহাজ । এই জাহাজটি ১৪ [ ১৫] ই এপ্রিল ১৯১২ সালে ডুবে জায় । ২২২৪ জন যাত্রীর মাঝে ১৫১৪ জন যাত্রীই মারা যান ।
এই জাহাজের ইতিহাসে বিস্তারিত আর যাচ্ছি না । তবে অনেকেই মনে করেন যে, যে জাহাজটি ডুবেছিল, তা টাইটানিক নয়।
১৯০৭ সালের দিকে জেপি মরগান টাইটানিক জাহাজের মতন এমন একটি বিশাল জাহাজের সম্ভাবনার দিকটি চিন্তা করে দেখেন এবং তিনি White Star Line কোম্পানি কে টাইটানিক তৈরি করতে বলেন । কিন্তু টাইটানিক তৈরির আগে একই রকম দেখতে তার Sister Ship অলিম্পিক তৈরি করা হয় ।

অলিম্পিক (বামে) টাইটানিক (ডানে) ছবিটি ১৯১২ সালে তোলা হয় । অলিম্পিক জাহাজের মেরামত তখন মাত্র শেষ হয়েছে ।
thuoc viagra cho nam
সেপ্টেম্বর ২০, ১৯১১ সালে ক্যাপ্টেন স্মিথ এর অধিনে অলিম্পিক একটি যুদ্ধ জাহাজকে ধাক্কা দেয় । can levitra and viagra be taken together
zovirax vs. valtrex vs. famvir
তদন্তে ধরা পরে যে, দোষ ছিল অলিম্পিক ও তার ক্যাপ্টেনের । ইনস্যুরেন্স কোম্পানি White Star এর ইন্সুরেন্সের টাকা দিতে অস্বীকৃতি জানায় । এখানে অলিম্পিকের ক্ষতিগ্রস্ত জায়গাটি ভালভাবে খেয়াল করুন । accutane prices
White Star কোম্পানি এতে আর্থিক ভাবে ভেঙ্গে পড়ে । ১৯১২ সালের ফেব্রুয়ারি তে এই জাহাজের মেরামত কাজ শেষ হয় । যে ডকে এই জাহাজটি মেরামত করা হচ্ছিল তার পাশের ডকেই তৈরি হচ্ছিল টাইটানিক ।
এপ্রিল মাসের ১০ তারিখে টাইটানিক সেই ক্যাপ্টেন স্মিথের অধীনেই যুক্তরাষ্ট্রে রওনা হয় ।
কিন্তু Robin Gardiner এবং আরও অনেকেই বিশ্বাস করেন যে, যে জাহাজটি ডুবেছিল তা টাইটানিক নয় । প্রমান হিসেবে তারা বিভিন্ন ছবি ও যাত্রীদের জবানবন্দী উল্লেখ করে বলেন যে, এইসব পতথ্য এটাই প্রমান করে যে, ডুবে জাওয়া জাহাজটি ছিল অলিম্পিক । যা কিনা ইতিহাসের সবচেয়ে বড় ইনস্যুরেন্স স্ক্যাম ।
অলিম্পিক জাহাজ যে জায়গায় ক্ষতিগ্রস্থ হয়, ঠিক সেই একই জায়গায় “টাইটানিক” জাহাজটিও হিমবাহে ধাক্কা লাগে । এবং আধুনিক গবেষণা ও ডুবে জাওয়া জাহাজের রিবিট পরীক্ষা করে এটা বুঝা জায় যে, অই বিশেষ জায়গাটি কাঠামোগত ভাবে ছিল দুর্বল । অনেকে বলে থাকেন যে যদিও দুর্ঘটনার পর অলিম্পিক জাহাজটি আবারো সমুদ্র যাত্রার সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু জেপি মরগানের মতন প্রভাবশালী লোকের পক্ষে কয়েকজন সরাকারী কর্মকর্তাকে চুপ করানো অতটা কঠিন হবার কথা নয় ।
যদিও এই ঘটনার পর সেই “অলিম্পিক” জাহাজটি ১৯৩০ সাল পর্যন্ত সাগরে ছিল ।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে প্রিয়তে নিন । খারাপ লাগলে প্লিজ কমেন্ট করে বলুন কেন খারাপ লাগলো, ভুল হলে সেটাও বলুন । পরবর্তীতে তা শোধরাবার চেষ্টা অবশ্যই করব ।
**উৎসঃ
1. The ship that never sunk (Robin Gardiner)
2. The Oxford Mail cialis new c 100
3. YouTube
অংকুর বলছেনঃ
আসলেই কি তাই ? আরো বেশি তথ্য দিলে খুশি হতাম :-c :-c :-c :-c
দুরন্ত জয় বলছেনঃ
আরও বিস্তারিত চাচ্ছি। শুরুর আগেই যেন শেষ হল… মাঝ পথে যাত্রা স্থগিত করার মত……
অংকুর বলছেনঃ
হ্যা আরও বিস্তারিত চাই ~x( ~x( ~x( ~x( ~x(
মাশিয়াত খান বলছেনঃ
doctorate of pharmacy onlineএটুকুতেই আসলে আশ্বস্ত হওয়া যায় না। প্রশ্ন থেকেই যায়
তারিক লিংকন বলছেনঃ
সন্দেহের তীরটা আপনার তথ্য থেকে অতটা জোরাল মনে হল না!
ত্রিভুজ বলছেনঃ
এই জন্যই এটা কন্সপাইরেসি থিওরি ।
তারিক লিংকন বলছেনঃ
তাই? আরো তথ্যবহুল হতে পারতো!! পাঠকের চাহিদা পূরণ হবে না বোধকরি…
অংকুর বলছেনঃ
সহমত 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8->
ত্রিভুজ বলছেনঃ
হ্যাঁ, অলিম্পিক যখন দুর্ঘটনা টা ঘটায়, তখন White Star Line কোম্পানিটি আসলেই ঝামেলায় পড়ে জায় । কেননা আইনি খরচ, জাহাজ মেরামত, নৌবাহিনীকে ক্ষতিপূরণ প্রদান বাবত অনেক টাকা । আর জেপি মরগানের ইতিহাস থেকে এটা নিশ্চিত হওয়া জায় যে লাভের খাতিরে তিনি অনেক কিছুই অবহেলা করেছেন । White Star Line যখন এই দুটি জাহাজ জেপি করার উদ্যোগ নেয় তখন তাদের হাতে এত টাকা ছিল না । তখন জেপি মরগান তাদের টাকা ধার দেয় । White Star Line দুর্ঘটনার পর প্রায় দেওলিয়া হয়ে পরার মতন উপক্রম হয়, তা হলে জেপি মরগান তার ধার দেয়া অর্থ হারানোর সম্ভাবনা দেখা দেয় । সো এইসব ফ্যাক্ট, আর সাগর থেকে তুলে আনা রিবিটের ফরেন্সিক বিশ্লেষণ থেকে এটা বোঝা জায় যে, জাহাজ দুটির পরিবর্তন হলেও হতে পারে ।
অংকুর বলছেনঃ
8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8-> 8->
দুরন্ত জয় বলছেনঃ
মন ভরিল না!! আরেকবার লিখেন বিস্তারিত। দশ পৃষ্ঠা হলেও পড়ব। অথবা পর্ব করে বিস্তারিত লিখুন। এটা নিয়ে জানতে চাই ত্রিভুজ ভাই…
স্পীকার বলছেনঃ
কন কি মমিন !!!! @-) @-) @-)
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
(:| (:| (:|
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ
লেখাটা সন্দেহজনক! সত্যের পিছনে আরও তথ্য থাকে…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ viagra vs viagra plus
পোস্টের অক্ষরগুলা এতো বড় কেন? :O all possible side effects of prednisone
MASUM বলছেনঃ
totther jor kom
MASUM বলছেনঃ
আরো তথ্যবহুল হতে পারতো!!