ওয়াল্ট হূয়িটম্যান
271
বার পঠিত cuanto dura la regla despues de un aborto con cytotec
ওয়াল্টার ওয়াল্ট হূইটম্যান একজন আমেরিকান কবি , প্রাবন্ধিক ও সাংবাদিক ছিলেন । তাঁকে আমেরিকার প্রভাব বিস্তারকারী কবিদের অন্যতম বলে গন্য করা হয় । তাঁকে মুক্ত পদ্যের জনক ও বলা হয়ে থাকে ।
ওয়াল্ট হূইটম্যান ১৮১৯ সালের ৩১ মে হাটিংটন শহরের ওয়েস্ট হিলস এ জন্মগ্রহন করেন । নয় সন্তানের মাঝে তিনি ছিলেন দ্বিতীয় । জন্মের পর পর ই তাঁর ডাক নাম হূইট রাখা হয় । চার বছর বয়সে তিনি পরিবার সহ ব্রুকলিন এ চলে আসেন । তিনি পেছন ফিরে শৈশব কে সব সময় অসুখী হিসেবেই দেখতে পেতেন ।
viagra para mujeres costa rica
১১ বছর বয়সে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে এবং তিনি পরিবারের আর্থিক সমস্যা নিরসনে বিভিন্ন জায়গায় কাজ শুরু করেন ।
জীবনের এক পর্যায়ে এসে তিনি কবি হবার সিদ্ধান্ত নেন । তিনি Leaves of Grass নামে একটি কাব্য সংকলন ১৮৫০ সালে প্রকাশ করেন । তিনি আলাদা ভাবে আমেরিকান মহাকাব্য লিখতে চেয়েছিলেন । ১৮৫৫ সালের জুনের শেষ দিকে তিনি বই আকারে সংকলন টি বের করে তাঁর ভাই দের চমকে দেন ।
১৮৫৫ সালে প্রকাশিত Leaves of Grass বই এর ভূমিকায় তিনি লেখেন - “The proof of a poet is that his country absorbs him as affectionately as he has absorbed it.” তিনি বিশ্বাস করতেন কবি এবং সমাজের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে ।
তাঁর কিছু কাজ -
- Franklin Evans (1842)
- Leaves of Grass (1855)
- Drum-Taps (1865)
- Memoranda During the War
- Specimen Days
- Democratic Vistas (1871) clomid trying to get pregnant
price comparison cialis levitra viagra
ওয়্যাল্ট হূইটম্যান ১৮৯২ সালের ২৬ মার্চ নিউ জার্সির কামডানের বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এখন তার বাস ভবন টি সাধারন লোল দের জন্য উন্মুক্ত ।
আজ ওয়াল্ট হূইটম্যান এর জন্ম বার্ষিকী তে শ্রদ্ধা…
অংকুর বলছেনঃ
ওয়াল্ট হূয়িটম্যান কে জন্মদিনের অনেক শুভেচ্ছা । লেখাটা আর একটু বড় হলে ভালো লাগত । আরো বেশি কিছু জানতে পারতাম । আশা করি খেয়াল রাখবেন । :-bd :-bd :-bd
মাশিয়াত খান বলছেনঃ
আরও তথ্যবহুল হলে ভাল লাগত। যদিও এটুকুও জানা ছিল না
তারিক লিংকন বলছেনঃ
sildenafil efectos secundariosমুক্ত পদ্যের জনককে ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^
পোস্টটি আরও তথ্যবহুল হতে পারত! তারপরও এমন একজনকে সবাইকে স্মরণ করিয়ে দেয়ার জন্য %%- %%- %%- %%- %%-
স্পীকার বলছেনঃ
অনেক সংক্ষিপ্ত হয়েছে । তার সম্পর্কে আরো বিস্তারিত লেখা যেত :-q :-q :-q