ফিরিয়ে দেবে বলে
252
বার পঠিতমেঘ পোড়া ঐ তপ্ত রোদে
বৃষ্টি ভেজা বাতাসে ভাসি,
যত বার তুই ফিরিয়ে দিবি
মেয়ে তোকেই ভালবাসি! buy viagra blue pill
তোর ছবিটা তোকে দেব
তোকে উৎসর্গ করেই ফিরব,
তোর গানটাই আমার হাসি
ফিরিয়ে দিলেও তোকেই বাসি!
তোর জানালায় তোর অবয়ব
অদৃশ্য সুরে আমার কলরব,
ছবিটা ফিরিয়ে দেব এসেছি,
ফিরিয়ে দিলেও তোকেই ভালবাসি! viagra para mujeres costa rica
মেয়ে তুই তোর অহমিকা
আমি আর তুলির আঁকা,
ভেজা ডানায় নিশব্দ চিৎকার
ফিরিয়ে দিলেও আসব আবার।
ডার্ক ম্যান বলছেনঃ
@};- @};- @};- ^:)^ ^:)^
মুদ্রা আতিক বলছেনঃ
ঠিক কি বোঝাইলেন মশাই :O side effects after stopping accutane
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ভালো লাগলো %%- @};-
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ভাই।