ফিরিয়ে দেবে বলে
252
বার পঠিত get viagra nowমেঘ পোড়া ঐ তপ্ত রোদে
বৃষ্টি ভেজা বাতাসে ভাসি,
যত বার তুই ফিরিয়ে দিবি
মেয়ে তোকেই ভালবাসি!
তোর ছবিটা তোকে দেব
তোকে উৎসর্গ করেই ফিরব,
তোর গানটাই আমার হাসি
ফিরিয়ে দিলেও তোকেই বাসি!
তোর জানালায় তোর অবয়ব
অদৃশ্য সুরে আমার কলরব,
ছবিটা ফিরিয়ে দেব এসেছি,
ফিরিয়ে দিলেও তোকেই ভালবাসি!
মেয়ে তুই তোর অহমিকা
আমি আর তুলির আঁকা,
ভেজা ডানায় নিশব্দ চিৎকার
ফিরিয়ে দিলেও আসব আবার। viagra masticable dosis
ডার্ক ম্যান বলছেনঃ
@};- @};- @};- ^:)^ ^:)^
মুদ্রা আতিক বলছেনঃ
ventolin spray precio mexicoঠিক কি বোঝাইলেন মশাই :O metformin slow release vs regular
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ভালো লাগলো %%- @};-
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ভাই।