কিছু মনে করবেন না… আমি কনফিউসড!
415
বার পঠিতএকটা ব্লগের প্রথম পোস্টটা হয়তো এমন হওয়া উচিৎ ছিল না… কিন্তু না বলে পারছি না।
এটা আমার জীবনের প্রথম ব্লগ নয়। ইতি পূর্বেও আমি আরো ৪/৫টি ব্লগে লিখেছি… কিছু বন্ধুর আমন্ত্রণে এখানেও যোগদান করলাম সভ্যদের দলে নাম লেখাতে… কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আগের সবগুলো ব্লগের চেয়ে এই ব্লগটি একেবারেই আলাদা!
স্বতন্ত্রতা প্রতিটি ব্লগেরই ব্যক্তিগত বৈশিষ্ট কিন্তু এই ব্লগটিকে স্বতন্ত্র না বলে হয়তো “কমজোরি” বলাটাই সমীচীন হবে!
প্রথম কথা হলো ব্লগটি “ওয়ার্ড প্রেস”-এ তৈরী করা। (ফলে) শুরু থেকেই এই ব্লগে “নিবন্ধন”, “লগইন”, “পোস্ট তৈরী”, “এডিট” “মন্তব্য” করা সহ সকল ক্ষেত্রেই কিছু সীমাবদ্ধতা ও জটিলতা পরিলক্ষিত হয়েছে যা আমাকে কিছুটা হতাশ করেছে। পোস্ট করার পর দেখা যাচ্ছে পোস্টটিতে কেউ মন্তব্য করতে পারছে না। অথচ, মন্তব্য করতে দেবার অপশনটি “বাই ডিফল্ট- অন” থাকা উচিৎ ছিল…! ল্যাপটপ/পিসি থেকে এটা যাও ব্যবহার করা যায় মোবাইল থেকে ব্যবহার করতে গেলে অবস্থা আসলেই কাহিল হয়ে যাচ্ছে! আমি জানি না বাকিরা এটা কিভাবে করছে কিন্তু আমি গোড়া থেকেই সত্যি খুব ঝামেলায় পড়েছি এবং এখনও পড়ছি…
এডমিনদের সমালোচনা বা এই ব্লগের খুঁত ধরা আমার উদ্দেশ্য নয়। একজন নতুন “সভ্য” হিসেবে আসলে উদ্ভূত সমস্যাটা দৃষ্টিগোচর করার জন্যই এগুলো বলা… ‘সভ্যতা’য় নিয়মিত লেখার ইচ্ছা আছে। তার আগে এই ব্যাপারগুলো যদি কর্তৃপক্ষ আলমে নেন তাহলে আমার মত নতুন ও কম পারদর্শী ব্লগারদের জন্য একটু ভাল হয়। আশা করি ব্যাপারটা তারা দেখবেন…
সবাইকে শুভেচ্ছা রইল। আশাকরি একটা ভাল পরিবেশে সবার সাথে আনন্দময় ব্লগিং হবে আগামিতে। হ্যাপি ব্লগিং অল…
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
মনের কথা বলেছেন ভাই। :-<
এতো এতো সমস্যার জন্য লেখার আগ্রহ পাই না। =(( puedo quedar embarazada despues de un aborto con cytotec
সফিক এহসান বলছেনঃ
“প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য সভ্যতা ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।”
পোস্টের নিচের এই লেখাটা তো এখন বিশেষ ভাবে মন খারাপ করিয়ে দিচ্ছে!
will metformin help me lose weight fast
মাশিয়াত খান বলছেনঃ
আমি অবশ্য কোন সমস্যায় পড়িনি। কারণ আমি সবসময়ই পিসি দিয়ে চালাই
শেহজাদ আমান বলছেনঃ
acne doxycycline dosageআমিও পিসি দিয়ে চালাই।
আপডেটিং-এর ক্ষেত্রে এই ব্লগের কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তবে, তারা যেহেতু নতুন, আশা করা যায়, কিছুদিনের মধ্যেই এই সমস্যাগুলো দূর হয়ে যাবে।
সফিক এহসান বলছেনঃ
আমারও তেমনই প্রত্যাশা… যদিও জানি না “(ফ্রি) ওয়ার্ডপ্রেস” দিয়ে সেটা কতটুকু সম্ভব হবে… /:)
সফিক এহসান বলছেনঃ
আপনারা বড় লোক… থুক্কু! আপনি অনেক ভাগ্যবতী আফা…!
ক্লান্ত কালবৈশাখি বলছেনঃ
মোবাইল ভিউ নিয়ে এখনও কাজ চলছে। আশা করছি, কথনীয়া দ্রুত সব সমস্যার সমাধান করবেন। আর মন্তব্য দেবার অপশনটা তো বাই ডিফল্ট অনই থাকে। অন্তত আমি সেটাই দেখেছি। ব্লগ চালানোর আগে পাঠশালা ট্যাবটা দেখে নিতে পারেন। অন্য সময়ে কোনো সমস্যায় পড়লে পঞ্চায়েত ট্যাবে কথনীয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
ফাতেমা জোহরা বলছেনঃ
ক্লান্ত ভাইয়ের সাথে সহমত… শুভকামনা ব্লগটির জন্য… :-bd will i gain or lose weight on zoloft
সফিক এহসান বলছেনঃ
শুভ কামনা সবার জন্যই… আমরাও অনেক আশা নিয়ে সভ্যতায় এসেছি এই প্রত্যাশাতেই যে সব ঠিক হয়ে যাবে।
achat viagra cialis france
স্পীকার বলছেনঃ kamagra pastillas
ভাইজান সমস্যা নিয়ে অনেক আগেই পঞ্চায়েতে পোষ্ট দিয়ে রাখছি । কেউ কোন রিপ্লাই তো দেয়না । পঞ্চায়েতটা কি আদৌ চেক করা হয় ? can levitra and viagra be taken together
স্পীকার বলছেনঃ
ঠিক কথা বলেছেন । পেজ লোড হতে অনেক সময় লাগে । কমেন্ট হতে সময় লাগে । সভ্যতার উঠানে গেলে লগআউট হয়ে যায় । মোবাইল পেজটা এখনো আসেনা । অনেক বেশি মেগাবাইট খরচ হচ্ছে । ~x( ~x( ~x( about cialis tablets