জলছাপ
269
বার পঠিত price comparison cialis levitra viagraশুনেছিস নিরঞ্জন অরণ্যের হ্যান্ডব্যাগে নাকি
কিছু পাখি ছিল কিছু বেলীফুল ছিল
গত রোববার কী এক বিবাদে পাখি
সব উড়ে গেছে ফুলগুলো শুকিয়ে কাঠ
রোদ্দুর মেপে মেপে বিকেলগুলো হাট
বসিয়েছে, চাঁদ বিক্রির সংবাদ মাইকিং
হয়ে গেছে এখন শুধু চারদিক অবসর
শহর জুড়ে জমকালো বিদ্যুৎ আসর।
ভাবছিস এতসব ভিনদেশী খবর আমি
পেলাম কোথায়? গতরাতে আমার ঘরে
অরণ্য এসেছিল জীবনদার কবিতা শুনতে
যাবার বেলায় হ্যান্ডব্যাগ খানা ফেলে গেছে
আর কিছু সবুজ চিরকুট গোটা গোটা অক্ষর
অগোছালো কিছু হৃদয়ের আদিম জলছাপ।।
তারিক লিংকন বলছেনঃ
কবিতা কম বুঝি তবে আপনার ৮ লাইনের ৬ লাইনের কাব্যের ঢং ভালই লাগলো!
বিশেষ করে এই কয়টা লাইনঃ
অনবদ্য :-bd :-bd :-bd :-bd :-bd
অসীম নন্দন বলছেনঃ
%%- %%- %%- @};- ভালোবাসা নিয়েন দাদা
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ভালো লাগলো এলোমেলো কথামালা… %%- %%- =D> >:D<
অসীম নন্দন বলছেনঃ
%%- %%- ভালোবাসা নিবেন।
এসজিএস শাহিন বলছেনঃ
এলোমেলো শব্দের গাথুনিতে গোছানো চমৎকার একটি কবিতা! খুবই চমৎকার । :দে দে তালি: :দে দে তালি:
অসীম নন্দন বলছেনঃ cara menggugurkan kandungan 2 bulan dengan cytotec
%%- %%- ভালোবাসা নিবেন। propranolol clorhidrato 10 mg para que sirve
অংকুর বলছেনঃ
অনেক ভালো লেগেছে ভাই । চালিয়ে যান । :-bd :-bd :-bd cialis 10mg or 20mg
অসীম নন্দন বলছেনঃ
%%- %%- %%- @};- @};- দাদাভাই