জলছাপ
বার পঠিতশুনেছিস নিরঞ্জন অরণ্যের হ্যান্ডব্যাগে নাকি
কিছু পাখি ছিল কিছু বেলীফুল ছিল
গত রোববার কী এক বিবাদে পাখি
সব উড়ে গেছে ফুলগুলো শুকিয়ে কাঠ
রোদ্দুর মেপে মেপে বিকেলগুলো হাট
বসিয়েছে, চাঁদ বিক্রির সংবাদ মাইকিং
হয়ে গেছে এখন শুধু চারদিক অবসর
শহর জুড়ে জমকালো বিদ্যুৎ আসর।
ভাবছিস এতসব ভিনদেশী খবর আমি
পেলাম কোথায়? গতরাতে আমার ঘরে
অরণ্য এসেছিল জীবনদার কবিতা শুনতে
যাবার বেলায় হ্যান্ডব্যাগ খানা ফেলে গেছে
আর কিছু সবুজ চিরকুট গোটা গোটা অক্ষর
অগোছালো কিছু হৃদয়ের আদিম জলছাপ।।
তারিক লিংকন বলছেনঃ otc viagra uk
কবিতা কম বুঝি তবে আপনার ৮ লাইনের ৬ লাইনের কাব্যের ঢং ভালই লাগলো!
বিশেষ করে এই কয়টা লাইনঃ
অনবদ্য :-bd :-bd :-bd :-bd :-bd
অসীম নন্দন বলছেনঃ pharmacy tech practice test online free
%%- %%- %%- @};- ভালোবাসা নিয়েন দাদা
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ ramipril and hydrochlorothiazide capsules
ভালো লাগলো এলোমেলো কথামালা… %%- %%- =D> >:D<
অসীম নন্দন বলছেনঃ prednisolone dosing chart
%%- %%- ভালোবাসা নিবেন। viagra masticable dosis
এসজিএস শাহিন বলছেনঃ
এলোমেলো শব্দের গাথুনিতে গোছানো চমৎকার একটি কবিতা! খুবই চমৎকার । :দে দে তালি: :দে দে তালি:
অসীম নন্দন বলছেনঃ
%%- %%- ভালোবাসা নিবেন।
অংকুর বলছেনঃ
অনেক ভালো লেগেছে ভাই । চালিয়ে যান । :-bd :-bd :-bd
অসীম নন্দন বলছেনঃ pregnant 4th cycle clomid
acheter viagra pharmacie en france%%- %%- %%- @};- @};- দাদাভাই accutane prices