যাপিত জীবনের ব্রেকিংনিউজ
240
বার পঠিত venta de cialis en lima peruমস্তিষ্কের রাজপথে আজ ভীষন ভাংচুর
প্রতিটি নিউরনে আজ বিদ্রোহ
মস্তিষ্কের অলিতে গলিতে থাকা সিন্যাপ্সে আবরোধ
মায়োলিন সিথের কন্ঠে আজ জ্বালাময়ী স্লোগান।
মাথার ভেতর চিন্তার কাচের দেয়াল ভাংছে।
দাউদাউ করে আগুন জ্বলছে কল্পনার গুদামে।
টিয়ার শেলে বিপর্যস্ত ল্যাক্রিমাল গ্রন্থি
শ্বাস প্রশ্বাসে কিসের যেন ত্রাস।
আজ মন রাজ্য বড়ই অশান্ত, অস্থির।
পুরোনো চেতনারা যোগ দিয়েছে বিরোধীদলে।
জীর্ণ ভাবনারা আজ দিচ্ছে যুদ্ধের উস্কানি।
অধিকার আদায়ের দাবীতে অনশন করছে অস্তিত্ব।
আজ চিন্তার পরিস্থিতি বড়ই নাজুক।
ভেঙে পড়েছে মানসিক মন গড়া বাধ।
আজ কেন জানি মানতে ইচ্ছে করছে না ছেলে ভোলানো কোন প্রবোধ।
আজ চিন্তা-চেতনা ধীরে ধীরে হচ্ছে বেবোধ!
অংকুর বলছেনঃ
কবিতা তো বুঝিনা ভালোমতো । তবে পড়ে ভালো লাগল । স্কেচটা অনেক সুন্দর হয়েছে :-bd :-bd :-bd :-bd
মাশিয়াত খান বলছেনঃ
সহমত
দুরন্ত জয় বলছেনঃ
কবিতা কম বুঝি
তবে পড়তে ভালই লেগেছে can levitra and viagra be taken together
তারিক লিংকন বলছেনঃ
“সিনাপ্সে সিনাপ্সে অগ্নিরথ
আপনার থিমের সাথে সহমত…”
কবিতা দারুণ হয়েছে :-bd :-bd :-bd :-bd =D> =D> =D> =D>
ফাতেমা জোহরা বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd :-bd :)>- :)>- :)>- :)>- :)>- :)>- :)>- :)>- :)>-
দুরন্ত জয় বলছেনঃ
ভাল লেগেছে…