পিয়েরে কুরিঃ জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
510
বার পঠিত১৫ মে, ১৮৫৯।
ফ্রান্সের প্যারিস শহরে ইউজিন ক্যুরি এবং সোফি-ক্লেয়ার ডিপোওলি ক্যুরির ঘরে আগমণ ঘটে পিয়েরে ক্যুরি নামক এক নবজাতকের; পরবর্তীতে যিনি মাত্র ১৬ বছর বয়সে ডিগ্রী অর্জন করেন গণিতে, এবং ৪৬ বছরের সংক্ষিপ্ত জীবনকালেই হয়ে ওঠেন স্ফটিকবিজ্ঞান, তেজস্ক্রিয়তা, চুম্বকবিজ্ঞানের অন্যতম পুরোধা!
জ্ঞান-বিজ্ঞানের প্রথম পাঠ নেন তিনি তাঁর চিকিৎসক বাবার কাছে। ১৮৭৮ সালে সোরবন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় লাইসেন্সিয়েটশিপ পাওয়ার পর সেখানেই গবেষণাগারের ইন্সট্রাকটর হিসেবে নিযুক্ত থাকেন ১৮৮২ সাল পর্যন্ত। ১৮৯৫ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রী।
১৮৮১ সালে বড় ভাই জ্যাকের সাথে স্ফটিকবিদ্যা নিয়ে চর্চা করতে গিয়ে ক্যুরি “পিজোইলেকট্রিক ইফেক্ট” (piezoelectric effect) আবিষ্কার করেন। প্রতিসাম্যের ব্যাখ্যাগুলোকে ত্বরান্বিত করেন প্রকৃত বৈশিষ্ট্য তুলে ধরার জন্য এবং এরপরই মনোনিবেশ করেন চুম্বকবিজ্ঞানে। তিনি প্রমাণ করেন যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের চৌম্বকীয় বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে- এই নির্দিষ্ট তাপমান এখন ‘ক্যুরি পয়েন্ট’ (Curie point) হিসেবে অভিহিত। তাঁর গবেষণার সুবিধার জন্য উদ্ভাবন করেন কিছু সূক্ষ্ম উপকরণ- তুলাদণ্ড, তড়িৎ-পরিমাপক যন্ত্র, পিজোইলেকট্রিক ক্রিস্টাল ইত্যাদি।
এসময়ই মারিয়া স্ক্লোদস্কা (পরবর্তীতে মেরি ক্যুরি) নামে এক রমণীর সাথে পরিচয় ঘটে তাঁর এক বন্ধুর মাধ্যমে। বিজ্ঞানের প্রতি এই নারীর অসীম অনুরাগ চোখে পড়ে তাঁর। বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন ক্যুরি, কিন্তু মারিয়া তাঁকে প্রথমে নিরাশ করেই ফিরিয়ে দেন, যদিও তিনি নিজেও ক্যুরিকে ভালবেসে ফেলেছিলেন; এবং পরবর্তীতে, ১৮৯৫ সালে, তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন একে অপরের সাথে এবং বিজ্ঞানজগতে শুরু হয় তাঁদের রাজকীয় পথচলা।
তেজস্ক্রিয় পদার্থ নিয়ে ক্যুরির গবেষণাগুলো প্রস্তুত হয় মেরীর সহযোগিতাতেই। ১৮৯৮ সালে পিচব্লেডের ফ্র্যাকশনের মাধ্যমে তাঁরা আবিষ্কার করেন রেডিয়াম এবং পোলনিয়াম; এবং রেডিয়ামের উপাদান ও এর রূপান্তরের নমুনাগুলো ব্যাখা করেন আরও গবেষণার ফলশ্রুতিতে। ল্যাবরটরিতে যন্ত্রপাতির স্বল্পতা, আর্থিক দীনতার মাঝে তাঁদের সৃষ্ট গবেষণাগুলোই প্রস্তুত করেছে বর্তমানের পারমাণবিক পদার্থবিদ্যা এবং রসায়নবিজ্ঞানের মূল ভিত্তি।
১৯০৩ সালে পিয়েরে ক্যুরি এবং মেরি ক্যুরিকে নোবেল পদক প্রদান করা হয় “প্রফেসর হেনরি বেকেরল এবং তাঁদের যৌথ-গবেষণাপ্রসূত শক্তির বিকিরণ-প্রক্রিয়া উদ্ঘাটিত হওয়ার পেছনে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে”। সে বছরই স্ত্রীর সাথে যৌথভাবে লন্ডনের রয়্যাল সোসাইটির ডেভি পদকে ভূষিত হন তিনি।
রসায়নবিদ আইরিন জোলিও ক্যুরি এবং লেখিকা ইভ ক্যুরির জনক পিয়েরে ক্যুরি ১৯০৬ সালের ১৯ এপ্রিল সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বৃষ্টির মাঝে ব্যস্ত সরণি পার হতে গিয়ে পা পিছলে পড়ে যান ভারী ঘোড়ার গাড়ির সামনে, চাকার নিচে পিষ্ট হয়ে অবসান ঘটে এক জ্ঞানপিপাসু মস্তিষ্কের অবিরত অনুসন্ধানের।
১৯৯৫এর এপ্রিলে প্যারিসের প্যানথিয়নের সমাধিগৃহে প্রতিস্থাপন করা হয় পিয়েরে ক্যুরি এবং মেরি ক্যুরির মৃতদেহ।
তথ্যসূত্রঃ
১/ Wikipedia does enzyte work like viagra
২/ Nobelprize.org can you die if you take too much metformin
অংকুর বলছেনঃ
পিয়েরে কুরির সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগল । ধন্যবাদ আপনাকে :-bd :-bd
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
এখানে যতটুকু ইনফরমেশন দেয়া হয়েছে তাতে অর্ধেকও কাভার হয় নি। অনেক কিছুই বাদ পড়েছে। :-SS :-SS
অংকুর বলছেনঃ
আমি এইটা নিয়ে লিখতে চেয়েছিলাম । পরে দেখি এত বেশি কথা যে কোনটা ছাড়ব কোনটা লিখব । পরে আর লিখা হয়নি । তবে যেটুকু লিখেছেন ভালোই হয়েছে
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
;;)
তারিক লিংকন বলছেনঃ
scary movie 4 viagra izleবাংলা উইকিতেও এতোটুকু বা এর সিকিভাগও তথ্য নেই। কেউ বাংলায় গুগল করলে এইটাই সবচে ভাল সোর্স!! যদিও তা মহান পিয়েরে কুরির জীবনের অর্জনের তুলনায় কিছুই না। তবুও আপনি দারুণ একটা পরিশ্রমলব্ধ কাজ করেছেন।। sildenafil basics 100 mg filmtabletten
কুরিকে ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^
আপনাকে %%- %%- %%- %%-
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
পরে চেষ্টা করব ভাইয়া আস্তে আস্তে এটাই এডিট করে ইনফরমেশন বাড়ানোর।
*-:) cuanto dura la regla despues de un aborto con cytotec
এসজিএস শাহিন বলছেনঃ
গভীর শ্রদ্ধাঞ্জলী ।
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
diflucan one time dose yeast infection%%- ^:)^
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
^:)^ %%-
দুরন্ত জয় বলছেনঃ
সংক্ষিপ্তভাবে ক্যুরির সম্পর্কে জানতে পেড়ে ভাল লাগলো।
সংক্ষিপ্ত ভাবে ভালই লিখেছেন
সভ্যতায় স্বাগতম……
পোস্টের জন্য ধন্যবাদ।
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
অ! :O turisanda cataloghi cipro
শঙ্খনীল কারাগার বলছেনঃ
prednisone side effects in dogs long termশ্রদ্ধাঞ্জলি। তথ্যনির্ভর পোস্ট বরাবরই আমার প্রিয়। চমৎকার পোস্টটির জন্য লেখককে ধন্যবাদ।
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
মাশিয়াত খান বলছেনঃ
sildenafil efectos secundarios^:)^ ^:)^
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
জন কার্টার বলছেনঃ
চমতকার পোস্ট……. ধন্যবাদ লেখিকা কি…….
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
চাতক বলছেনঃ
সভ্যতার বটবৃক্ষদের নিয়ে সভ্যতা ব্লগের এই কথন চলতে থাকুক। অনেক ভাল লাগে তাই নতুন এই ব্লগটিকে। আপনার পরিশ্রম সফল হোক। বিনির্মাণে এই প্রচেষ্টা নবীনদের অনুপ্রাণিত করুণ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ ^:)^ :-w :-w :-w :-w :-w :-w glaxosmithkline levitra coupons
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
%%- %%- %%-
ঋদ্ধ ঋষি বলছেনঃ
আমার আপুটা অলওয়েজ জোশ!!
চমৎকার লিখেছ।
রোবো স্যাপিয়েন্স বলছেনঃ
%%- @};- @};-
থ্যাংকু দাদা! buy viagra blue pill