কবির মত ভাল আছি
236
বার পঠিতযদি ভেবে থাক, এই কবিতাটি তোমাকে নিয়েই—
তবে তুমি ভুল।
যদি ভেবে থাক তোমার ঠোঁটের তীক্ষ্ণতা ছাড়া…
আমি মৃতপ্রায়;
তোমার চুলের অস্পর্শের জরায় অসুখে ধুকে ধুকে আমি—
কবি হয়ে গেছি;
সে সব তোমার প্রবল ভ্রান্তি।
আমি ভাল আছি। বড় বীভৎস রকমের ভাল। levitra 20mg nebenwirkungen
যদি ভেবে থাক, তরল গেলাসে দ্রবীভূত করে,
তোমার সকল স্মৃতিদের আমি নির্বিষ করে ফেলতে চেয়েছি—
আমার করুণা নাও তবে তুমি।
যদি ভেবে থাক, আমার হৃদয়ে স্মৃতিতে লুকিয়ে…
অবিবর্তিত ভাইরাসদের মত করে তুমি…
নিত্য নতুন উপায়ে কষ্ট-যন্ত্রণা দাও;
ভেবে ভেবে যদি অনেক তৃপ্তি আস্বাদ কর—
তাহলে আমার কাছে তুমি বড় হাস্যাস্পদ! renal scan mag3 with lasix
তুমি মরে গেছ।
হৃদয়ের তুমি মরে ঝরে গেছ অনেক আগেই।
যদি ভেবে থাক, তোমারই দেয়া যন্ত্রণা থেকে—
এই আঙ্গুল ফেটে ফেটে আসে শব্দ বেরিয়ে,
তবে চোখ খোল।
যদি ভেবে থাক, কোন একদিন তুমি ছিলে ভেবে—
এখনও আমি শোকাতুর হই;
যদি ভেবে থাক, নীল চোখ দিয়ে লাল জল নামে—
তোমার অভাবে…
সে সব তোমার বিকৃত ভাবনা। doctus viagra
আমি ভাল আছি।
নিজেকেই খুন করে তুমি চলে যাওয়ার পরে—
কবির মতই ভাল আছি আমি।
চাতক বলছেনঃ
দুর্দান্ত :-bd :-bd :-bd :-bd :-bd :-bd
শ্রাবণ বলছেনঃ
private dermatologist london accutaneঅসংখ্য ধন্যবাদ!
দুরন্ত জয় বলছেনঃ
আমি ভাল নেই কেন X( X( X( X( cialis new c 100
কবিতা ভাল লেগেছে :-bd :-bd :-bd
শ্রাবণ বলছেনঃ
কবিরা কখনও ভাল থাকে না, জানেন তো? তাদের শব্দরা বেরিয়েই আসে, কষ্টের হাত ধরে। all possible side effects of prednisone
কবির মত ভাল থাকুন। যন্ত্রণায় থাকুন! শুভকামনা! puedo quedar embarazada despues de un aborto con cytotec
এসজিএস শাহিন বলছেনঃ accutane prices
ভাল লিখেছেন ।
শ্রাবণ বলছেনঃ para que sirve el amoxil pediatrico
ধন্যবাদ!
মাশিয়াত খান বলছেনঃ
posologie prednisolone 20mg zentivaপ্রথম টুকুই খুব ভাল ছিল। শেষে এসে নিজেকে খুন করার কি দরকার ছিল?