সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বাংলাদেশের জন্য নতুন করে দুঃসংবাদ
404
বার পঠিতসাম্প্রতি বিজ্ঞানীদের দুটি দল এটা নিশ্চিত করেছেন যে, পশ্চিম আটলান্টিক আইস শিট ভেঙ্গে পড়তে শুরু করেছে । যার ফলে সাগরের উচ্চতা ১৫ ফুট বা তার অধিক উচ্চতায় বেড়ে যেতে পারে ; যা আগে ধারনা করা হয়েছিল এর চাইতেও বেশি । এবং এই প্রক্রিয়া আগামী ১০০ বছর ধরে চলতে পারে । viagra generico prezzo farmacia
এখন প্রশ্ন আসতে পারে আইস শিট কি ? আইস শিট হচ্ছে বরফের এক আস্তরন যা ভূমণ্ডল বা জলমণ্ডল কে ঢেকে রাখে এবং যার আয়তন কমপক্ষে ৫০,০০০ বর্গ কিলোমিটার হতে হবে । অনেকে একে মহাদেশীয় হিমবাহ বলে থাকেন । উইকিঃ http://en.wikipedia.org/wiki/Ice_sheet । আটলান্টিক আইস শিট এর মাঝে অন্যতম । এটির আয়তন ১৪,০০,০০,০০০ বর্গ কিলোমিটার । উইকিঃ http://en.wikipedia.org/wiki/Antarctic_ice_sheet
প্রায় কয়েক বছর ধরেই আটলান্টিকের আইস শিট থেকে খণ্ড খণ্ড অংশ ভেঙ্গে সমুদ্রে নিমজ্জিত হতে শুরু করে । কিন্তু এর পশ্চিম অংশে এটি ব্যাপকতা ধারণ করছে । বরফ খণ্ড বা হিমবাহ ভেঙ্গে সমুদ্রে পরার গতি বেড়ে যায় । এই টা ভালো ভাবে বোঝার জন্য এই ভিডিও টা দেখতে পারেন ।
সায়েন্স জার্নালের এই পোস্টে Ian Joughin, Benjamin E. Smith, Brooke Medley এই সম্পর্কে সবাইকে অবহিত করেন । সেখানে তারা এটা উল্লেখ করেন যে, আটলান্টিকের অই অংশে প্রতি বছর কয়েক মিটার বরফ ক্ষয় হচ্ছে ।
নাসার একটি গবেশনা, যেটির উপাত্ত সংগ্রহ করা হয়েছিল প্রায় ৪০ বছরের ভূতাত্ত্বিক, বিমান থেকে তোলা ছবি ও স্যটেলাইট ডাটা থেকে, প্রমাণ করে যে পশ্চিম এন্টারটিকায় বরফ যা ধারনা করা হয়েছিল তার চেয়ে বেশি হারে গলছে ।
এই নতুন আবিষ্কার বাংলাদেশের জন্য সবচেয়ে চিন্তাজনক । কেননা বাংলাদেশের অধিকাংশ অঞ্চল নিচু ভূমির অন্তর্গত । নিচে একটি চিত্রের সাহায্যে পুরো বিষয়টি বুঝিয়ে দেয়া যায় ।
সমুদ্রের উচ্চতা ১৫ ফুট বা সারে ৪ মিটার বেড়ে যাওয়া মানে প্রায় ঢাকার কাছাকাছি সমুদ্র চলে আসা । সন্দরবনের অস্তিত্বই থাকবে না । আর কষ্ট করে সাগর দেখতে কক্স বাজার যেতে হবে না, মুন্সিগঞ্জ গেলেই চলবে । :প্লিজ, টেল মি মোর:
সুত্রঃ MSNBC, NASA, SCIENCE
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
:-B :তার ছিঁড়া: :তার ছিঁড়া: X_X #-o
ত্রিভুজ বলছেনঃ
মনে হয় একটু বেশিই Nerd টাইপের লেখা হইয়া গ্যাসে । :-B
দুরন্ত জয় বলছেনঃ
metformin slow release vs regularআয় হায় কন কি!! উত্তর বঙ্গে যাইতে হইবেক!!
তারিক লিংকন বলছেনঃ
চিন্তার বিষয়!! কিন্তু একটা বিষয় কি জানেন ১৯২৭ সালে একদল গবেষক বলেছিল ৮০ বছর পর অর্থাৎ ২০০৮ সালে ফসিল ফুয়েল শেষ হয়ে যাবে। কিন্তু তা হয় নি। কেন জানেন?
কারণ তারা সরল বীজগণিত করেছেন। কিন্তু এমন হাজার ঘটনা বিবেচনায় নেননি যা গ্লেসিয়ার গলে যাওয়ার পরও এমন হতে দিবে না।
তারপরও আমাদের পরিবেশবাদী হওয়ার বিকল্প নাই!!
ত্রিভুজ বলছেনঃ
ঠিক ।
তারিক লিংকন বলছেনঃ
বান্দরবনে কিছু যায়গা কিনব ভাবছি…
দুরন্ত জয় বলছেনঃ price comparison cialis levitra viagra
সহমত…
স্পীকার বলছেনঃ
get viagra now~x( X-( ~x( ~x( ভয়ংকর ব্যাপার