হীরক রাজার ঘুমের দেশে, গুম উঠেছে নাভিঃশ্বাসে
444
বার পঠিতগবেষক: হীরকের রাজা মহান অতি
পুষিয়ে দিবেন সবার ক্ষতি,
কার কতো লস হয়েছে, হারিয়েছো যত জন
লিস্ট করো, লিস্ট করো, রাজা চাইলে কতক্ষণ!
রাজা চাইলে ফিরিয়ে দিতে পারেন আস্ত বাঁশ,
থাকলে কারো আওয়াজ দিয়েন, জীবিত কিংবা লাশ!
(রাজার প্রবেশ)
রাজা: (কেশে) কী হে গবেষক, আপন মনে কী কও,
চারিদিকে চলছে গুম, ভয় ডর একটু পাও!
গবেষক: রাজা যে কি বলেন, গুম কোথায়, সব বানোয়াট
মিডিয়ার কাজ, সব মিথ্যে, সবই মিথ্যার হাট।
রাজা: এত সাহস! রাজার বিরুদ্ধে কারসাজি,
গবেষক: আর বলছি কি, সব পাজি, সব পাজি।
রাজা: ওরা শুধু রাজা দেখেছে, এখনো সাজা দেখেনি…
গবেষক: অচীরেই দেখবে, রাজা কি আর সাজা দিতে শেখেনি?
রাজা: সাজা মানে, কঠিন সাজা, গুম নিয়ে করো ফাজলামি,
গবেষক: মানুষের জান-মাল নিয়ে ছি. ছি. কি বিচ্ছিরি পাগলামি!
দুচারটা গুম হয়েছে হোক, রাষ্ট্র করতে হবে তাই বলে?
মিডিয়াকে টাইট দিতে হবে, ছলে বলে প্রয়োজনে কৌশলে।
রাজা: হুম সেটাই, আচ্ছা শীতলক্ষায় কী স্রোত নাই?
ভেসে যায় না কেনো, বার বার কেনো আটকে যায়?
গবেষক: সে কথায়তো ক’তে এসেছি, বাড়াতে হবে নাব্যতা,
ভেসে যাবে সব, খড়-কুটো-এমনকি আধুনিক সভ্যতা।
রাজা: বাহ! বেশ, তোমার মাথায়তো দেখি আমার মতো বুদ্ধি
তা বলো, কিভাবে পাবো এতসব অভিযোগ থেকে শুদ্ধি?
গবেষক: রাজা কেনো শুদ্ধ হবে, রাজার এত কিসের দায়?
জনগণ তাহলে আছে কেনো? এতো দেখি ভারী অন্যায়!
রাজা: রাখো তোমার হেঁয়ালি, কি বলবে খুলে বলো!
কতজন গুম হয়েছে, আর কতজন হয়েছে ফলো!
গবেষক: কি যে বলেন রাজা মশায়, আমি থাকি গবেষণায়,
এসব খুন খারাবি বাজে কাজ আমাকে দিয়ে মানায়?
তবে হ্যাঁ, শীতলক্ষ্যায় যত নষ্টের গোড়া, আর রেশনের বস্তা
বস্তাটা অন্তত কিনে নে, বস্তা কত সস্তা!
রাজা: অর্বাচীন, সবকটা অর্বাচীন,
এদের নিয়ে দেশ চালানো সত্যিই ভীষণ কঠিন!
কী গবেষক, ঠিক কিনা!
গবেষক: ঠিক ঠিক!
রাজা যখন বলেছেন, অবশ্যই ঠিক!
রাজা: গুমের পরে খুন হয় কেনো নিরপরাধ ড্রাইভার
গরীব দু:খির বউ বাচ্চা কেমন করে কানছিল!
গবেষক: সবকিছু দেখে কেনো, কেনো শুনে সব?
গাড়ি চালায় ঠুলি পড়েনা, আবার খোলা কান ছিল।
রাজা: গবেষক, আর কোন খবর আছে,
নারায়ণগঞ্জে কি এখন যাওয়া যায়?
গবেষক: ওটাতো রাজা ঘরের লক্ষী,
কি সুন্দর সবাই আপনার নাম ভেঙ্গে খায়!
রাজা: নাম ভেঙ্গে খায়!! এতই সস্তা আমি, রাস্তাঘাটে বেচা যায়!
গবেষক: কত সহজ সরল রাজা,
অফ সিজনেও আম দিয়ে দুধ-ভাত খায়।
রাজার নামইতো সবচেয়ে বেশি,
আপন লোকেরা বেচে খায়।
রাজা: জারি করো হুলিয়া, যেতে হবে ভুলিয়া
রাজার নাম বেচা-কেনা চলবে না!
গবেষক: রাজা বুঝি ক্ষেপেছেন, ভুলে গেলে হবে?
নামই যে সব, ওটা গেলে আর তো কিছু থাকবে না।
রাজা: কী বলতে চাও গবেষক, খোঁচা দিচ্ছ মনে হয়!
গবেষক: ছি. ছি. কি লজ্জা, খোঁচা কেনো, দিচ্ছিলামতো অভয়!
রাজা: তোমার জন্য সোনার মেডেল, তুমি লোকটা ভালো!
সবসময় পাশে থেকে অন্ধকারেও দাও আলো!
গবেষক: গোস্তাকি মাফ করবেন, সোনার মেডেল চাইনে,
বয়স হয়েছে ওটা দিয়ে করবো কী, যদি বাড়িয়ে দিতেন মাইনে!
রাজা: সোনা চাওনা মাইনে চাও ঘটনা কি গবেষক!
গবেষক: সোনায় আর বিশ্বাস নাই সব ভেজাল,
ষোল আনায় দু’আনা, পুরোটাইতো জাল!
রাজা: কিযে হলো ঘটনার ঘনঘটা আজ আমার হীরক রাজ্যে
গবেষক: নো টেনশান রাজামশায়, খালি একটু সবুর করেন
একটা ঘটনা ঢেকে যাবে নতুন আরেকটার অতিসাহ্যে!
রাজা: তাই কি হয়? জনগণ কি ভুলে যাবে সব?
গবেষক: ওরা খুবই ভুলোমনা, সবকিছু খেয়ে ফেলে গফাগফ।
রাজা: আহা একি শুনালে, এই গরমেও যেন শীতল বাতাস,
গবেষক: তবে যাই, বাড়ির জন্য বুকটা করছে হাসফাস!
(এই লেখাটির অতি সংক্ষেপিত একটি অংশ যা সম্পাদনার কাঁচির নির্মম পরিহাসের শিকার হয়ে আগামীকাল রস+আলো’তে ছাপা হচ্ছে, যার অনেকগুলো লাইনই আমার লেখা নয়।)
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ side effects of drinking alcohol on accutane
! nolvadex and clomid prices
হাস্যপরিহাসের ছলে বড় ভয়াবহ সত্য বলে দিলেন মিলটন ভাই… #-o এই কারনে এখন না আপনিও গুম হয়ে যান… :-” :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি:
কবতেখানা বরাবরের মতই :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :দে দে তালি: :দে দে তালি: :-bd আর এইটা পত্রিকায় আসার আগেই পড়ে ফেলার স্বাদই আলাদা… \:D/ :এতো দিন কই ছিলি?:
চাতক বলছেনঃ
wirkung viagra oder cialisতাও দাদা মতি আলু নাকি কাইটা ছাইট্টা বাইট্টা কইরা দিছে মিল্টন ভাইয়ের কবিতা খানা! এই আলু আর কত আলু দেখাবে হুজুগে বাঙালীরে?
নির্বাচনের আগে এক রূপ এখন আরেক। তার থেকে আমাদের মতিকণ্ঠই ভাল!!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
হক কথা… :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি: আমাদের মতিকণ্ঠই ভালো… :o) :o)
এসজিএস শাহিন বলছেনঃ
ঢঙে ঢঙে অনেক সত্য উগঢ়ে দিলেন মিল্টন ভাই । accutane prices
তারিক লিংকন বলছেনঃ
কালে কালে মতি আলু আরও কত কি দেখাইব!! নিজের চার্লস ফসটার কেইন ভাবলে যে দশা হয় আর কি!! কান ধরাও ভুলে গেছে নাকের পানি চোখের পানি এক করে এখনও টিকে আছে!!! পরবর্তী পর্ব হোকঃ
শাহিন ভাই ভাল বলেছেন। আসলেই সকল অপ্রিয় সত্যের উন্মোচন হয়েছে এই লিখায়! :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি:
তারিক লিংকন বলছেনঃ
শালার মতি আলু শিবিরের ভয়ে নির্বাচনের আগে বিএনপি-জামাতকে তাল দিছে এখন সরকারের ভয়ে সত্য বলা বন্ধ করতেছে। আলুর পত্রিকা কি বুঝে কখন সমালোচনা করলে দেশ ও দশের ভাল হয়!! একটা হারামি টাইপ পত্রিকা হয়ে যাচ্ছে দিনদিন…
সত্যজিৎ রায়ের অসামান্য এই চরিত্রদ্বয় আপনার কবিতায় অন্যমাত্রা পেয়েছে।।
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd
এসজিএস শাহিন বলছেনঃ
:দে দে তালি: :দে দে তালি:
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
সহমত লিংকন ভাইয়ের সাথে… :-bd