“শেষ চিঠি” (একটি অপূর্ণ্য প্রেমের গল্প)
472
বার পঠিতপ্রিয়তমা,
আমি ভাল আছি।
প্রথমে আমার কথা বললাম কেন?জানি, আমার কথাই আগে জানতে চাইবে।তোমার কথা আর জানতে চেলাম না।কষ্ট দিয়ে লাভ কি ?তুমি যে ভাল নেই তা অজানা নয়।
হয়তো অবাক হচ্ছো।মৃত্যুর পরও কি করে চিঠি লিখলাম? হ্যাঁ, আমিই লিখেছি।স্বর্গে আসার পর এখানকার প্রহরীকে অনেক অনুরোধ করলাম যেন, তোমায় শেষ বিদায় জানানোর সুযোগ দেয়।প্রথমে তিনি কোনভাবেই মানতে নারাজ।অবশেষে আমার একটি পূণ্যের কারনে নাকি এ সুযোগটা দেয়া হল।ভাবছি, তোমাকে ভালবাসা ছাড়া জীবনে তো কোন পূণ্য করিনি।আমাদের এই ভালবাসার কারনেই হয়ত মৃত্যুর পরও আমি তোমাকে চিঠি লিখতে পারছি।
আমায় ছেড়ে একা থাকতে খুব কষ্ট হচ্ছে? ভেবো না,ভীড়ের মাঝে যখন তুমি একা হয়ে পড়বে, কাছে থেকেও যখন সবাই দূরের কেউ হয়ে যাবে, আর নিজেকে খুব একা মনে হবে, ঠিক তখনই আমায় ভেবো, তোমার ভাবনা মাঝেই সঙ্গী হব।
ব্যাস্ত এ শহর যখন নিশ্চুপ হয়ে যাবে, ঘড়ির কাটার টিকটিক শব্দও যখন খুব কানে লাগবে, তখন যদি অঝোর ধারার কান্নারা বুকে জমাট বাঁধে, মনে রেখো ,আমি অশ্রু হয়ে তোমার কাছেই ফিরে আসব।
প্রিয় গানটি শুনে যখন উদাস হবে, শুন্য দৃষ্টি যখন আমায় খুঁজবে, তখন যদি চেয়ে দেখো, একটু দূরেই আমায় পাবে।
মাঝরাতে যখন জানালার পাশে বসে আমায় ভাববে, আমার ফটোখানি বুকের মাঝে আঁকড়ে ধরবে, আর কাঁদবে আমি নেই তো কি হয়েছে? দূর আকাশের তারা’রা তো আছে, তাদের একজন হয়েই না হয় তোমার সাথে গল্প করব….।
মারা যাওয়ার পূর্বমুহুর্তে তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম।কিন্তু হায় কপাল! তোমাকে শুনিয়ে যেতে পারলাম না।তাই আমার লেখা শেষ কবিতাটা এই শেষ চিঠিতেই তুলে দিলাম।
“তুমিই আমার ভোরের পাখি,মিষ্টি মধুর ধ্বনি
তুমিই আমার স্বপ্নছবি,সুখের হাতছানি
তুমিই আমার রঙ্গীন ঘুড়ি,নাটাই সুতার খেলা
তুমিই আমার দূর আকাশের,হাজার তারার মেলা
তুমিই আমার বর্ষা ঋতু,ইষ্টি-বৃষ্টি বেলা
তুমিই আমার স্বর্গপরী,স্বর্গ সুখের ভেলা
তুমিই আমার শেষ বিকেলের.শেষ গল্পের ছায়া
তুমিই আমার অবুঝ মনের,ভালবাসার মায়া।”
ইতি,
প্রিয়তম
—————————————————————-
(গল্প লেখার প্রথম দিকের গল্প এটি।সামান্য সম্পাদনা করে পোস্ট দিলাম।)
—————————————————————-
দুরন্ত জয় বলছেনঃ
next day delivery cialis canada[-O< [-O< [-O< [-O< [-O< এমন কষ্ট দিয়েন না…
লেখা ভাল লেগেছে! :-bd :-bd
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
“কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা….”
–প্রমথ চৌধুরী.
গদ্য জগতেও বুঝি এমনই…. :p
ভাল লাগল জেনে বেদনা বোধ করছি…
ফাতেমা জোহরা বলছেনঃ
লেখা ভালো হয়েছে… :দে দে তালি: কিন্তু বেশ দুঃখ পেলাম…
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
lasix 80 mg side effectsআমার গল্পগুলোর প্রায় সবগুলোই দু:খের…
trusted online pharmacy adderall
আগামীতে আনন্দ পাবেন আশা করি….
অনেক অনেক ধন্যবাদ…. ফাতু আপি…
এসজিএস শাহিন বলছেনঃ
ভাল লিখেছেন, আরো ভাল লিখুন । শুভ কামনা ।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ vibramycin doxycycline 100mg
চেষ্টা করছি শাহিন ভাই…..
vibramicina 100mg doxycycline
আপনারা সাথে থাকলে… বহুদূর যাবার ইচ্ছে আছে…. যাবেন নাকি ভাই??
ঋতানৃত তূর্য্য বলছেনঃ
ভালো লেগেছে। লিখতে থাকুন…
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ zovirax tablets price
কিছুদিন লেখা বন্ধ রয়েছে ভাই… যা দিচ্ছি, তা অনেক আগের লেখা…. sildenafil actavis 50 mg
খড়া কেটে উঠলেই লেখার বান আসবে…
শঙ্খনীল কারাগার বলছেনঃ
ভাল লাগলো।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
আপনাকে পেয়ে আমারও ভাল লাগল…
accutane review blog
অংকুর বলছেনঃ
ভালো লিখেছেন । তবে শোক নিয়ে , স্মৃতি নিয়ে বসবাস করার চেয়ে নতুন জীবন শুরু করা কি উত্তম না ?
দুরন্ত জয় বলছেনঃ
আপনি বুঝবেন না ভাই!!
হেলাল হাফিজের একটা লাইন ছিল প্রেম যাকে এক একেবারে খায় কুড়ে কুড়ে খায়। এমন টাইপের ।
বুঝলেন??
প্রেম প্রেম প্রেম ইহা বড়ই আনন্দদায়ক তার সাথে বেদনাদায়ক।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
চমৎকার বলেছেন জয় ভাই!!! =D> =D> সহমত \:D/ সহমত… \:D/ !!! \:D/
রুদ্ধ কণ্ঠস্বর বলছেনঃ
ভাল লাগল
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
আপনাকে পেয়ে আমারও ভাল লাগল….