”মরীচিকা তুমি!”
333
বার পঠিত মরীচিকা তুমি?
আবেগদগ্ধ বায়ুর স্রোতে , ও কে তেজস্বিনী?
রক্তিম সূর্যের বিদায়ক্ষণে দেখেছিলাম তারে,
এলোমেলো চুলে দাড়িয়ে ছিল ঐ দিগন্তে,
সফেদ ওড়নায় কি যেন লাল রঙা এক আভা,
ছুটেছিলাম, উত্তরে, দিগন্তে, নাহ! পথ বিভ্রমে !
পশ্চিমে ছুটি, কখনো দক্ষিনে দেখি!
সফেদ ওড়না রক্তিম হয়ে যায়, সহসা ক্রন্দনে,
দিগন্তে, আমি হাত বাড়িয়ে খুজি সদ্য আগত অন্ধকারে।
মরীচিকা তুমি? নাকি দিগন্তে মোড়া কল্পনা বৈ-কি!
নক্ষত্ররা আজ ঘুমিয়ে গেছে,মিহি চাদের আলো!
আমি গন্ধ শুকি তার, সেই মোহিনী অমানিশার
সেই সফেদ ওড়নার এলোমেলো চুলের অধিকারিণীকে,
আমি আবেগ খুজি কামের গন্ধে; ভালোবাসার রংতুলিতে!
রাত নেমেছে! , তবু খুজে ফিরেছি, হোঁচট খেয়েছি,
সময়ের মোহে, প্রত্যাখ্যানের দুর্গম রাস্তার খাজে!
তবুও মরীচিকা নও ! এ বিশ্বাস হয়ে সম্মুখে দাড়িয়ে রউ!
এটাও স্বপ্ন, বুকভরা আবেদনে সে এখনো নিরুত্তাপ!
সম্পর্কের টানে স্মরি তারে স্বপ্নে নয়তো আবেগি কল্পের মোহে!
স্বপ্ন ডাঙ্গার প্রত্যেক পাখিদের ভিড়ে, ঐ পাহাড়ের চা পাতাদের নীড়ে,
নয়তো হাজারো মানুষের ভিড়ে তাহার দেহের গন্ধ নিয়ে!
কতযে ভুলে ফিরি আসি , কতযে দুঃখিত শব্দ প্রয়োগে কাঁদি,
গননের বাহিরে সব, কারন খুজিতে হবে তাহারে,
সফেদ ওড়নার সেই এলোমেলো চুলের তেজস্বিনীকে!
আমার ভালোবাসার কামাবেগ কে,
আমার স্বপ্নপরীর দেহাবশেষ, ক্ষুদ্র স্মৃতি তব অশেষ!
খুজে ফিরি তারে, ভালোবাসার রক্তিম বিবর্তনে।
গহীনে, গোপনে, সমাজের বাহিরে, নিষিদ্ধ রজনীতে।
মরীচিকা তুমি ?
তারিক লিংকন বলছেনঃ prednisone side effects in dogs long term
নয়তো হাজারো মানুষের ভিড়ে তাহার দেহের গন্ধ নিয়ে!
কতযে ভুলে ফিরি আসি , কতযে দুঃখিত শব্দ প্রয়োগে কাঁদি,
গননের বাহিরে সব, কারন খুজিতে হবে তাহারে,
সফেদ ওড়নার সেই এলোমেলো চুলের তেজস্বিনীকে!
আমার ভালোবাসার কামাবেগ কে,
আমার স্বপ্নপরীর দেহাবশেষ, ক্ষুদ্র স্মৃতি তব অশেষ!
খুজে ফিরি তারে, ভালোবাসার রক্তিম বিবর্তনে।
গহীনে, গোপনে, সমাজের বাহিরে, নিষিদ্ধ রজনীতে।
মরীচিকা তুমি ?
:কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি:
অর্বাচীন দাড়কাক বলছেনঃ
diflucan one time dose yeast infectionভালোবাসা নিবেন তারিক লিংকন accutane prices
চাতক বলছেনঃ
ভাল তো! ভাল লেগেছে :দে দে তালি: :দে দে তালি: %%- %%- %%- cialis online pharmacy forum
অর্বাচীন দাড়কাক বলছেনঃ
প্রীত হলাম :গোলাপ নিন:
দুরন্ত জয় বলছেনঃ
:কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: side effects of doxycycline in kittens
লিখে যান ওস্তাদ…
অর্বাচীন দাড়কাক বলছেনঃ
diflucan dosage for ductal yeastধন্যবাদ নিবেন :হা হা হো হো হা হা:
ফাতেমা জোহরা বলছেনঃ
চমৎকার… :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি:
অর্বাচীন দাড়কাক বলছেনঃ
ভালোবাসা নিবেন ফাতেমা জোহরা সাথে একটি :গোলাপ নিন:
এসজিএস শাহিন বলছেনঃ
অসাধারণ লিখেছেন । সভ্যতায় স্বাগতম । নিয়মিত এরকম ভাল লিখা চাই ।
অর্বাচীন দাড়কাক বলছেনঃ
clomid trying to get pregnant:ফুর্তি: :ফুর্তি: :ফুর্তি:
খুশি হইলুম। ব্লগিং এ প্রথম পা রাখলাম এই ব্লগে/। হুদায় লেখা কবিতা আপনাদের পছন্দ হইয়া গেছে শুইনা আবেগে আপ্লুত
শঙ্খনীল কারাগার বলছেনঃ
ভাল লাগলো।
অংকুর বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd
স্পীকার বলছেনঃ
:-bd :-bd :-bd :-bd :-bd :-bd