আনন্দ বেদনার আসা যাওয়া….
993
বার পঠিত puedo quedar embarazada despues de un aborto con cytotecঅন্তুদের চারতলার ফ্ল্যাটে আজ আনন্দের ধুম, কিন্ত আনন্দটা চাপা। কোন কোলাহল নেই। আনন্দটা ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে সবার চোখে চোখে মনে মনে।
অন্তুর চাকরিটা যতোটা না তার দরকার ছিলো তার’চে বেশী দরকার ছিলো এই পরিবারের। তাই কারোরই আনন্দের সীমা নেই।
গনিগঞ্জ থেকে গোলাপ চাচা ছুটে এসেছেন খবরটা পেয়ে। ছোটবেলা থেকে অন্তু তাকে “রোজ আংকেল” বলে ডাকে। এ নিয়ে গোলাপ চাচা বিরক্ত বা বিব্রত হননা। গদগদ হয়ে বলেন, ওরে অন্তুর মা দেখছিস, তোর পোলা আমারে ইংলিশ ভাষায় চাচা ডাকে, এই না হইলে শিক্ষিত পোলা।
যদিও অন্তু তার চাকরি নিয়ে অতোটা উল্লাসিত নয়, সে চুপচাপ বসে আছে তার ঘরে। বেকার ছেলেরা সব’চে যন্ত্রনায় পরে রাতের খাবার খাওয়ার সময়। কাল থেকে অন্তত বাবার কটুকথা মুক্ত হয়ে রাতের বেলা শান্তিমতো চারটা ভাত খেতে পারবে সে।
অন্তু চুপচাপ শুয়ে সে কথাই ভাবছিলো, মাঝখানে অবশ্য ছোটবোন বিন্দু এককাপ চা দিয়ে গেছে। তার মুখ আনন্দে ঝলমল করছে। খুশীর চোটে তার কিছুই ভালো লাগছেনা। একবার ছাদে যাচ্ছে আবার ফিরে আসছে রান্নাঘরে। এসে মাকে বলছে,
‘মা! তুমি চিন্তা করতে পারো! ভাইয়া চাকরি পেয়ে গেছে!’
রাহেলা বেগম নির্লিপ্ত স্বভাবের, আরো নির্লিপ্ত হয়ে জবাব দেন,
‘আর কতো জানবো?সকাল থেকেই তো জানাচ্ছিস! বেশী জানলে মানুষ জানোয়ার হয়ে যায়।’
বিন্দু জানে মুখে এ কথা বললেও মা কতো খুশী মনে মনে!
‘তুমি না মা পারোও! ভাইয়ার বেতন কতো জানো? মাসে তিরিশ হাজার টাকা। তিরিশ হাজার একসাথে দেখেছো কখনো? ষাটটা পাঁচশো টাকার নোট। আর পুরোনো জামা পড়ে কলেজে যেতে হবেনা! ভাইয়াকে বলবো প্রতি মাসে একটা জামা দিলেই হবে।’
সবার আনন্দ দেখে রাহেলার ভয় হয়। নির্মল আনন্দ নাকি বেশীদিন টেকেনা। তার বুক ধরফর করতে থাকে। তিনি শোবার ঘরে এসে শুয়ে থাকেন।
অন্তুর বাবা ঘরে এসে বলেন, অসময়ে শুয়ে আছো কেনো? শরীর খারাপ?
রাহেলা বেগম চুপচাপ শুয়ে থাকেন। কথা বলতে তার ভালো লাগেনা। অন্তুর বাবা বলেন,
‘ছেলেটার চাকরির দুমাস গেলে তোমার ভাইদের এই ফ্ল্যাট ছেড়ে নতুন বাসা নিতে বলবো। তোমার ছোট ভাইটা ইতর কিসিমের, সুযোগ পেলেই অপমান করে। সেদিন সবার সামনে আমাকে কেয়ারটেকার হিসেবে পরিচয় করিয়ে দিলো।’
রাহেলা বেগম কাঁথার নীচ থেকে আস্তে করে বলেন,
‘তুমি সেটাই তো’
- তা তো বটে। বলতে গেলে তাদের দয়ায় বেঁচে আছি,তাই বলে…। যাই হোক আর কারো দয়া নিয়ে বেঁচে থাকতে হবেনা। কালকে ছেলেটা চাকরিতে জয়েন করলেই সব অবসান।
বলতে বলতে অন্তুর বাবার চোখে জল চলে আসে, তিনি ধরা গলায় বলেন,
‘বুঝলা অন্তুর মা! পাঞ্জাবীগুলো স্থানে স্থানে ছিড়ে গেছে, সেলাইকরা যায়গাগুলো দেখলে বড় অস্বস্তি লাগে। ছেলেটাকে বইলো মাসের প্রথম বেতন পেলেই যেনো আমাকে নতুন একটা পাঞ্জাবী কিনে দেয়।’
রাহেলার অস্বস্তি বাড়ে! মাথা ঝিম ঝিম করতে থাকে। যোহরের নামাজের পর তিনি কোরআন শরীফ নিয়ে বসেন। গোলাপ চাচার গ্রাম থেকে আনা রুই মাছ কাটতে কাটতে নতুন জামার গন্ধ পায় বিন্দু, সে নীরবে কাঁদে। কাঁদতে তার ভালো লাগে। কতোদিন পর আনন্দ করার মতো একটা উপলক্ষ এসেছে তাদের পরিবারে।
সন্ধ্যায় অন্তু বাসা থেকে বেরোয়, কালকে জয়েনিং। কামাল বলেছে তার দুইটা শার্ট আর প্যান্ট দিয়ে দিবে এক মাসের জন্য। যদিও ইন্টারভিউয়ের দিনগুলো সফিকের পোশাকগুলো দিয়ে চলে গেছে। সফিকেরা বড়লোক হলেও মনটা খুব ছোট, চান্স পেলে খোঁচা দিতে ছাড়েনা। কামালের এ সমস্যা নেই। অন্তুর খুব কাছের বন্ধু বলতে এই কামালই আছে।
কামালদের বাসায় পৌঁছাতেই কামালের বোন সিমলা দরোজা খুলে দেয়,
‘আরে অন্তু ভাই আপনি! আপনি নাকি চাকরি পেয়েছেন? ভাইয়া বললো।মিষ্টি কই? ‘
অন্তু হঠাৎ করে লজ্জা পেয়ে গেলো, এই মেয়েটার সামনে এলে কেনো জানিনা তার লজ্জা লাগে।
অন্তু মাটির দিকে তাকিয়ে বললো,
‘বেতন পেলেই মিষ্টি নিয়ে আসবো, কামাল কোথায়?’
- ‘ভাইয়া গোসলে, আপনি এসে বসেন। এক্ষুনি এসে যাবে। ভাইয়া আমাকে বলেছে, আপনার জন্য দুই সেট কাপড় আমি নিজে ইস্ত্রী করে রেখেছি’
অন্তু আবারো লজ্জা পেয়ে গেলো,
‘তুমি কেনো খামাখা কষ্ট করতে গেলে’
- ‘আপনার জন্য কষ্ট না করলে কার জন্য করবো অন্তু ভাই?’
অন্তু অবাক হয়ে সিমলার মুখের দিকে তাকালো। মেয়েটা লজ্জায় লাল হয়ে দৌঁড়ে পালিয়ে গেলো।
এক ছুটে শোবার ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে চিৎকার করে বললো,
‘তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি অন্তু ভাই! এতো ভালো কেনো বাসি আমি তা জানিনা!’
একটা সাদা আরেকটা নীল শার্ট, দুইটা প্যান্ট আর মন ভালো করা অদ্ভুত অনুভুতি নিয়ে অন্তু কামালদের বাসা থেকে বাইরে বের হয়ে এলো। সিমলা মেয়েটার জন্য ভেতরে ভেতরে সে প্রচন্ড টান অনুভব করছে। মেয়েটা কি তাকে ভালোবাসে?
এতো ভালো কিভাবে হয় মানুষ! অন্তুর ইচ্ছে করে আবার সে কামালদের বাসায় ছুটে যায়। সিমলা আবার দরজা খুলে বলে, আরে অন্তু ভাই আপনি! সিমলার মুখে তার নাম বারবার কানে বাজতে থাকে। অন্তু বুঝতে পারেনা কি হচ্ছে। হয়তো তার ভেতরেও জন্ম নিচ্ছে প্রবল ভালোবাসা।
ভালোবাসার ভাবনা মানুষকে জ্ঞানশূন্য করে দেয়, ভাবতে ভাবতে কখন রাস্তার মাঝখানে এসে পড়েছে বুঝতে পারেনা অন্তু। রাত সারে এগারোটায় উত্তরাগামী বালুবোঝাই ট্রাক তার উপর দিয়ে চলে যায়। মাথাটা সম্পূর্নরূপে থেঁতলে যাবার আগে একবার শুধু সে “মা” বলে ডাকতে পারে।
ওদিকে চারতলার ছোট্র ফ্ল্যাটে চারটা মানুষ অপেক্ষায় আছে একসাথে রাতের খাবার খাবে বলে। কাল থেকে তাদের দিন বদলে যাবে।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ wirkung viagra oder cialis
কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। শুধু গলার কাছে পাকিয়ে ওঠা একরাশ যন্ত্রণা ছাড়া আর কিছুর অনুভূতি পাচ্ছি না… আপনি এতো খারাপ কেন? :-<
রাজু রণরাজ বলছেনঃ
ধন্যবাদ ডন ভাই পড়ার জন্য! জীবনটা আসলে এমনই। হঠাৎ সবকিছু বদলে যায়।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আপনারে ফাঁসি দিতে মুঞ্চাচ্ছে মিয়া… :-?? [-( buy kamagra oral jelly paypal uk
রাজু রণরাজ বলছেনঃ zithromax azithromycin 250 mg
capital coast resort and spa hotel ciproহা হা হা! গলা বাড়ানো আছে, দিয়ে দেন। ইতিহাস হয়ে বেঁচে থাকি
para que sirve el amoxil pediatrico
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
:)]
রুদ্ধ কণ্ঠস্বর বলছেনঃ
অসাধারণ
রাজু রণরাজ বলছেনঃ posologie prednisolone 20mg zentiva
ধন্যবাদ রুদ্ধদা!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ can your doctor prescribe accutane
:তার ছিঁড়া:
রাজু রণরাজ বলছেনঃ
ভালাইল্লায় তার ছিড়সে :অট্রহাসি:
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
>:/ metformin tablet
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লাগলো দাদাভাই :-bd :-bd :-bd :-bd =(( =(( =(( =((
রাজু রণরাজ বলছেনঃ
শেষ নাই ধন্যবাদ দিদিভাই
দুরন্ত জয় বলছেনঃ
:তার ছিঁড়া: :তার ছিঁড়া: :তার ছিঁড়া: :তার ছিঁড়া: জোস…।
দ্যা ডার্ক নাইট বলছেনঃ
শক খাইলাম রাজুদা
গল্প মারাত্মক হইছে :-bd
অংকুর বলছেনঃ
অসম্ভব সুন্দর একটা লেখা ভাই । পড়ে অনেক ভালো লাগল । :-bd :-bd :-bd :-bd :-bd
সফিক এহসান বলছেনঃ
আমার চোখে পানি এসে যাচ্ছিল। যদিও শেষে এসে ধাক্কা খেলাম একটা…
আজ থেকে নয় বছর আগে হুবহু এরকমই একটা গল্প লিখেছিলাম আমি!
তবে আমি আপনার মত এতো ভাল মানুষ নই তাই চাকরিটা ঠিক দিতে পারিনি আমার গল্পের নায়ককে… আর আমার গল্পের নায়ক “ভালবাসার ভাবনায় জ্ঞানশূন্য” হবার মত ভাগ্যবানও ছিল না!
(আমার সামু ব্লগের আইডিটা হ্যাক হয়ে যাওয়ায় লিংক দিতে পারছি না, ফেবুতে ফটো ফরমেটে আপলোড করা আছে… চাইলে পড়তে পারেন-
https://www.facebook.com/media/set/?set=oa.10151034820684216&type=1 )
পড়তে কোন সমস্যা হলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন- https://www.facebook.com/sofiq.ahsan thuoc viagra cho nam