Author: রুদ্র

viagra in india medical stores

কালপুরুষ এবং ঘোড়া (২য়)

ওডিশাগামী ট্রেনে বসে থাকা অবস্থাতেই কথা হচ্ছিলো রবি আর হরির মধ্যে ____ -লোকটাকে চিনিস না জানিস না অথচ নেমন্তন্ন করল আর তুই রাজি হয়ে গেলি!! -চিনি না কই? লোকটা বা হাতে লিখে, আর লোকটা সেই টাইপের সিগারেটখোর। যতদুর বুঝলাম সে চারমিনার খায় আমার মত। -বা হাতে লিখে তা কিভাবে বুঝলি!! আর সিগারেট খেলেও তো তোর তা জানার কথা না। – লেখার টান দেখেই বুঝলাম। আর সিগারেট এর ব্যাপারটা তুই নিজেই দেখে নিস। এ কথা বলতে বলতেই ট্রেন ব্রেক কষে থেমে গেল। টিটি এসে বলে গেল যে ওডিশা চলে এসেছে।বেশ কয়েক ঘন্টার জার্নি শেষে দুজনেই ক্লান্ত। দুইজনে ব্যাগ গুছিয়ে নেমে গেল।... will metformin help me lose weight fast

কালপুরুষ এবং ঘোড়া (১ম)

৩ বছরের মধ্যে বেশ কয়েকটা বড় কেইস সলভ করে গোয়েন্দাগিরির জগতে ইতোমধ্যেই বেশ হইচই ফেলে দিয়েছে একজন ২১ বছরের টগবগে তরুণ। কালপুরুষ ছদ্মনামধারী তরুণ ছেলেটি একজন শখের গোয়েন্দা। নিজেকে পরিচয় দেন একজন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে।জন্ম কলকাতার মেদিনীপুর এ। আসল নাম যদিও এইটা না।ডাকনাম রবি, নামটা অবশ্য মায়ের রাখা। আসল নাম রুদ্র প্রতাপ সিংহ, মায়ের মুখেই শুনেছেন নামটা নাকি তার ঠাকুরদা প্রতাপনারায়াণ চট্টোপাধ্যায় রেখেছেন শখ করে।যদিও বাপ ঠাকুরদাদার নামে চট্টোপাধ্যায় আছে কিন্তু এই নামটা রাখার পিছনে সুন্দর একটা কাহিনী আছে বটে। ঠাকুরদাদার বাবা নাকি গ্রামের জমিদারগোছের ব্যক্তি ছিলেন। ঠাকুরদাও ছিলেন গ্রামের সম্মানিত ব্যক্তি,শিকারে নাকি তাঁর হাত পাকা ছিল।সেই সময় দুইটা মানুষখেকো...

amiloride hydrochlorothiazide effets secondaires
irbesartan hydrochlorothiazide 150 mg
nolvadex and clomid prices