অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্য
তারপর যদি আরও একবার ব্যস্ত সড়কে হাতটা আঁকড়ে ধরা হয়, তারপর যদি আরও একবার নিথর সড়কে অঝোর অঝোরে থেকে যাই শুধু তুই আর আমি, আর যদি একবার ঝড়ের তীব্রতায় আঁকড়ে ধরে ইলশেগুঁড়ির কোমলায় ছুঁয়ে দিস অধর, তারপর আকাশটা হয়ে যাবে আদিগন্ত বিল এবং মেঘগুলো হবে স্বয়ংক্রিয় এলোপাথাড়ি ভেলা। পার্থিব আবাস থাকুক কিংবা নেই, নীড়গুলো ভেসে চলবে হৃদের এপাড় থেকে ওপাড়ে। তারপর সূর্য থমকে যাবে আর চাঁদটা ভেসে উঠবে একই সাথে। তারপর কিছু অভিমান আর অনেকটা ভালবাসার প্রকোষ্ঠে সিলগালা করে রাখবো দু’টো ঠোঁট আর একবিন্দু অশ্রুকে। তোর মত এবং অমত এখানে নিতান্তই বাহুল্য হিসেবে বিবেচিত। অনুভূতির স্বৈরাচারী সাম্রাজ্যে তোর নীড় হবে...
কোলাহল
মোহাম্মদ আলী আক্কাছ (জিএম আক্কাছ) @ জামদানিঃ ইতিহাস ও ঐতিহ্য
নীরব @ চে গুয়েভারা এবং একজন বিস্মৃত বীরের গল্প…
মোহাম্মদ সুজন ইসলাম @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
banglakobita @ পথ
banglakobita @ শীতের সকালে পুড়ছে কেউ সাথে জ্বলছে দেশ
banglakobita @ “শৈল্পী”
banglakobita @ বোকা আমি বোকা মন
banglakobita @ একের ভিতর চার : দ্য বিলটস ও ফ্যাবুলাস ফোরের গল্প