Author: নষ্ট কথন

এই কি আমার অপরাধ?

আমি শহীদ হই নি! এই কি আমার অপরাধ? শহীদ হলে অন্তত পেতাম শত মুক্তি সেনার সঙ্গে একসাথে শুয়ে থাকার সুযোগ । আমার হয়তো একটা এপিটাফ থাকতো । তাতে তোমরা লিখে রাখতে আমার সৃতিকথা ! জন্ম :১৯৫০ ! মৃত্যু : ১৯৭১? ধুলো জমা এপিটাফ অন্তত প্রতিটা বিজয় দিবসে পরিষ্কার হতো? আমি শহীদ হই নি! এই কি আমার অপরাধ? সেই বিকেল টাও আজকের মত ছিলো। আমারো তোমাদের মত একবুক স্বপ্ন ছিলো । হুইলচেয়ারের ভাঙ্গা হাতল নয় আমার হাতে গ্রেনেড ছিলো । চোখের সামনে ভিক্ষার থালি নয় কতগুলা শুয়োর ছানা ছিলো । তারপর ক্যাপ্টেন বলে দিলেন ১,২,৩! গ্রেনেড ছোড়ো আমজাদ ! আমি ছুড়তে...

নিষিদ্ধ কথন

যান্ত্রিক চুমুরা প্রতিনিয়ত আসে ফোনের অপর প্রান্ত থেকে! হে ঈশ্বর , আমায় মোবাইল ফোন বানিয়ে দাও! আমি প্রেমিকার প্রতিটা যান্ত্রিক চুমুর স্পর্শ চাই । wirkung viagra oder cialis

অন্তগ্রাসী প্রেম

খুব কাছে গিয়ে তোমায় স্পর্শ করবো… তুমি লাজমুখে মুখ খানায় লাল আভা এনে বলবে “ছাড়ো না,মানুষ দেখছে তো, লম্পট কোথাকার!” এই লাজমাখা মুখের প্রেমে আমি আর কতোবার পড়বো? খুব বেশী কিছু নয়.. প্রচন্ড শীতের রাতগুলোয় তোমার একটু উষ্ণ ছোয়া কিংবা স্বল্পস্থায়ী এক চুমুতেই আমি প্রেমে পড়ে যাই! লোকের কাছে সুন্দরী নও তুমি.. ক্লিওপ্রেট্রা,হেলেনের মতো সর্বগ্রাসী রুপসী নও বলে যখন কেঁদে কেঁদে চোখের জলে কাজল মাখামাখি করে ফেলো তখন কী ভেবে জেনো আমি তোমার প্রেমে পড়ি! শত অভিযোগের ভীড়ে যখন তোমার অভিমানী অশ্রুবিন্দু চোখের কোনে এসে জমে আমার পৃথিবী থমকে দাড়ায়! প্রিয়তমা, আমি আর কতবার তোমার প্রেমে পড়বো?? প্রথম প্রেম নাকি...

zithromax azithromycin 250 mg

অধরা আকাঙ্খা..

আমিও কাক হতে চেয়েছিলাম! কিন্তু নগরীর ডাস্টবিনের খাদ্য স্বল্পতায় আর কাক হওয়া হল না…! তবুও আমি কাক হতে চেয়েছিলাম… কিন্তু নুড়ি ফেলে পানি উপরে তোলার বুদ্ধি আমার ছিল না । তাই আবারো আমার কাক হওয়া হল না… ! আমি কোকিল হতে চেয়েছিলাম কিন্তু আমার গানের গলা আমাকে কাকের দলে ঠেলে দিলো… আমি পাখির মতো উড়তে চেয়েছিলাম কিন্তু আমার তো পাখা ছিলো না….! হতে চেয়েছিলাম মাছরাঙ্গা কিংবা বক কিন্তু আজকাল নদীগুলো যে নব্য মরুভুমি? হতে চেয়েছিলাম নীর হারা পাখি…. কিন্তু প্রেয়সীর প্রেমে আটকে গেছি…. চেয়েছিলাম মুক্ত আকাশে বুকভরে শ্বাস নিতে কিন্তু দূষিত বাতাসে এখন আমার শ্বাস কষ্ট হয়! চেয়েছিলাম আকাশের কান্নায়...

renal scan mag3 with lasix

মিথ্যে…

আজকাল নিজেকে এক ভুল সময়ে জন্মানো ভুল মানব মনে হয়!! সব কিছু আজ বড়ো মিথ্যে মনে হয়.. জন্ম-প্রেম-ক্ষুধা-কাম-ভালোবাসা তুমি কিংবা আমি সব কিছুই মিথ্যে….! তোমার আমার প্রেম মিথ্যে…. আমাদের প্রতিটা চুমুরা মিথ্যে…! আমাদের এক ছাদের নিচে কাটানো প্রতিটা রাত মিথ্যে… মিথ্যে আমাদের সব প্রতিশ্রুতি…! তোর আমার জন্মানো মিথ্যে… মিথ্যে আমাদের বেচে থাকা….! সুস্থ মস্তিষ্কের অসুস্থ হওয়া মিথ্যে… সবকিছু আজ বড় মিথ্যে মনে হয়….. জন্ম-প্রেম-কাম কিংবা ভালোবাসা… আমার মাটি থেকে উড়তে চাওয়ার ইচ্ছে মিথ্যে আমার কবি হতে চাওয়া মিথ্যে… আমার হাতে পড়ে থাকা তোর রক্তার্ত নিথর দেহ সবথেকে বড়ো মিথ্যে……  

doctorate of pharmacy online
amiloride hydrochlorothiazide effets secondaires
viagra in india medical stores